ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা উদ্ধার হলেন খুলনা থেকে

স্টাফ রিপোর্টার (ঢাকা দক্ষিণ), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৪:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে খুলনা শহর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে পুলিশ। 

মো. আশরাফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে পরিবারের ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভাল আছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বাসা থেকে বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। এরপরও তার সন্ধান পাওয়া যায়নি। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। 

বিজ্ঞাপন

বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান দলটির মহাসচিব।

বুধবার একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |