ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

পাইকগাছায় নদী ও টেকসই বাঁধের দাবিতে পানি কমিটির স্মারকলিপি   

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৫:০৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছা উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা নিষ্কাশন, সরকারি খাস খাল দখলমুক্ত, টেকসই বেড়ি বাঁধ ও জরুরি ভিত্তিতে শিবসা নদী ও কপোতাক্ষ নদ খননসহ টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা পানি কমিটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পানি কমিটির সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের হাতে স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আক্তার স্বপন, উপজেলা পানি কমিটি ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস। 

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, স্মারকলিপিতে উল্লেখিত বিষয়গুলো খুবই জনগুরুতপূর্ণ। এ ব্যাপারে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, সংস্থার সুপার ভাইজার দীলিপ কুমার মণ্ডল, সহসভাপতি শেখ সাদেকুজ্জাম ও সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান। 

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |