রাঙ্গামাটির কাউখালীর বেতবুনিয়ার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ৫ জন আহত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে রাঙ্গামাটিগামী ‘রবি এক্সপ্রেস’ এর বাস কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনাইরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় চালকসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পরপর পার্শ্ববর্তী রাবার বাগান চেকপোস্টের পুলিশ ও স্থানীয়রা বাস যাত্রীদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এ বিষয়ে কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরটিভি/এমকে/এস