ঝিনাইদহের কালীগঞ্জে দশ সহস্রাধিক রোজাদার একসঙ্গে ইফতার করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া শেষে আয়োজিত ইফতার মাহফিলে এসব নেতাকর্মীরা যোগ দেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) কালীগঞ্জ শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, প্রভাষক আব্দুল মাজেদ, পৌর বিএনপি নেতা মুন্সি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, সোহরাব হোসেন রাজু, বাবুল আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের হিরু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ ঝিনাইদহ চার নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতিদল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মিলন।
বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন পর বড় পরিসরে ইফতার মাহফিল করতে পেরেছি। এখানে প্রায় ১২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরটিভি/এএএ-টি