ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৯:৫০ পিএম


loading/img
ফাইল ছবি।

ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পৌর শহরের টানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইসমাইল হোসেন লক্ষিকুড়া এলাকার ইব্রাহিমের ছেলে। 

বিজ্ঞাপন

খবরের সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের। 

স্থানীয় সূত্র বলছে, উপজেলার শাপলা বাজার এলাকা থেকে ইসমাইল মোটরসাইকেলে পৌর এলাকায় আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যায় মোটরসাইকেল চালক। এ সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালের নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, মরদেহ বর্তমানে থানায় রয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |