ঢাকা

দেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০৮:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই হুশিয়ারি দেন অ্যাটর্নি জেনারেল।

মো. আসাদুজ্জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও দলটির অনেক নেতাকর্মী বুভুক্ষ অবস্থায় থেকেছে আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |