ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০১:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে বন্য হাতি আক্রমণ করে। এতে তিন মাস বয়সী শিশু মারা গেছে। হাতির হামলায় আমার স্ত্রী গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছে তার অবস্থা গুরুতর।

হাতির আক্রমণে তিন মাস বয়সী শিশুর মৃত্যুর প্রতিবাদে শিশুটির স্বজনসহ এলাকাবাসী নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে কর্ণফুলী পিএবি সড়কটি দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন। হাতির আক্রমণ বন্ধের দাবিতে এলাকার লোকজন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। অবরোধের কারণে পিএবি সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এমনকি ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের কর্মরত হাজার হাজার শ্রমিক। সকাল ১০টার দিকে নিহত শিশুর জানাজা রাস্তায় সম্পন্ন করেন বিক্ষোভকারীরা। 

বিজ্ঞাপন

বিক্ষোভরত চবি শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, একের পর হাতির আক্রমণে মানুষ প্রাণ হারাচ্ছে। বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে পারছে না।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ গণমাধ্যমকে বলেন, রাতে হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। আগেও এই এলাকার লোকজন হাতির আক্রমণের শিকার হন। হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |