জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কুমিল্লা বিভাগের বিভিন্ন উপজেলায় জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ৪০ শহীদ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটি।
শনিবার (২২ মার্চ) কুমিল্লার মেঘনায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্যসচিব ডা. মজিবুর রহমান।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাতমারা নালিতাপাড়ার শাহীনুর বেগমের বড় মেয়ের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় ডা. মজিবুর রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনার মা জীবন দিয়েছেন। তার কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরাঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশা আল্লাহ।’
আরটিভি/এমকে