বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুষ্টিয়ায় গুম-খুন ও ২৪-এর শহীদ মোট তিনটি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তাওহিদুর রহমান আওয়াল ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজিব আহমেদ। এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী, সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাতসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এসব পরিবারের খোঁজখবর নেন নেতাকর্মীরা। সেই সঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।
তারা বলেন, বিগত পতিত শেখ হাসিনা সরকারের সময় এরা কেউ গুম, খুন আর ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন।
আরটিভি/এএএ