ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

দলিল লেখকের সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৪:৫২ পিএম


loading/img
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকারের সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের দোসররা তার সুনাম ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ দায়েরের পর তার দলিল লেখকের সনদ স্থগিত করা হয়। পরে বিষয়টি তদন্ত করা হলে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হয়। 

বিজ্ঞাপন

Screenshot_1

এ সময় তিনি দ্রুত সনদ স্থগিত ও প্রত্যাহার করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্য দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |