নওগাঁর আত্রাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার এক স্থানীয় রাজনৈতিক নেতার গোয়াল থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি গরু চুরির পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তির দেওয়া তথ্যে এসব গরু উদ্ধার হয়। এর মধ্যে ৫টি গরুই আত্রাইয়ের নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের। অন্য গরুগুলোর মালিকের সন্ধান করছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
তিনি বলেন, ১৪ মার্চ আত্রাইয়ের মোরশেদ আলী শেখের গোয়াল থেকে ৮টি গরু চুরি হয়। এ ঘটনায় পুলিশের অভিযানে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিক শনিবার আত্রাই থেকে গ্রেপ্তার হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) এর বাড়িতে পাওয়া যায় ১৩টি চোরাই গরু। এগুলোর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। গ্রেপ্তার ছোটনের বাড়ি আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে।
এ বিষয়ে আত্রাই থানার ওসি সাহাব উদ্দীন বলেন, গ্রেপ্তার ছোটনের বিরুদ্ধে আরেকটি চুরির মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গরু চুরিতে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
তিনি আরও বলেন, নৈদিঘী গ্রামের মোরশেদ আলী গরু চুরির ঘটনায় থানায় মামলা করেন। অনুসন্ধানে নেমে পুলিশ দিঘীরপাড় বাজার থেকে ছোটনকে শনিবার সন্ধ্যায় আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদে গরু চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই তাকে নিয়ে বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আব্দুল গফুর শাহের (৪০) বাড়িতে অভিযান চালানো হয়। আব্দুল গফুর শাহ কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এসব বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।
কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ বলেন, ইতোমধ্যে গফুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বিকেলের মধ্যেই এটি কার্যকর হবে।
আরটিভি/এমকে