নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।
গ্রেপ্তার রেজাউল করিম বাদশা (২২) উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের মো. ফয়েজের ছেলে। বাদশা ওই গ্রামে রকমারি মালের দোকানদার। ভুক্তভোগী শিশুটির বাড়ি নদনা ইউনিয়নে এবং স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার পর তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে থাকা শিশুটির মা জানান, শনিবার বিকেলে শিশুটি বাড়ির পাশের দোকানে দই কিনতে যায়। দীর্ঘক্ষণ পর শিশুকে বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে মা কোলে নিয়ে দেখেন তার শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। পরে শিশুটি জানায়, দোকানের সাটার টেনে বাদশা তাকে নির্যাতন করে। তাৎক্ষণিক তিনি বিষয়টি নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন মোস্তাফিজ বলেন, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে ৭ বছরের শিশুটিকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাৎক্ষণিক তাকে ভর্তি করে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ওয়ার্ডে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সোমবার নিজ বাড়ি থেকে বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
ওসি আরও বলেন, বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত রেজাউল করিম বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ দিকে সোমবার সকালে নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক রৌশন আক্তার লাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে শিশুটিকে দেখতে যান। তারা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং এ ঘটনার শিশুটির পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় নোয়াখালী নারী অধিকার জোটের সদস্য অ্যাডভোকেট কল্পনা রানী দাস, নাছিমা মুন্নি, নুরজাহান রীনি ও সাহেদা পারভীন উপস্থিত ছিল।
এই ঘটনায় সোমবার বিকেল ৪টায় নদনা বাজারে আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আরটিভি/এমকে/এস