বরগুনায় গাছ ফেলে বাসে ডাকাতি 

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৩:২৯ পিএম


বরগুনায় গাছ ফেলে বাসে ডাকাতি 
ছবি: সংগৃহীত

বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার গলাচিপা এলাকায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের বাস থেকে যাত্রীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বরগুনা-বরিশাল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ডাকাতদের কবলে পড়া ইমরান পরিবহনের যাত্রী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তিনটি যাত্রীবাহী বাস বরগুনা সদর উপজেলার গলাচিপা এলাকায় পৌঁছালে সড়কে পড়ে থাকা গাছের কারণে গতি কমাতে হয়। ঠিক তখনই সশস্ত্র ডাকাত দল বাসে উঠে আতঙ্ক সৃষ্টি করে এবং ১২ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান পরিবহনের বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission