কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরলা নদীর চরে বালিতে পুতে রাখা অজ্ঞাত ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। মরদেহটি উত্তোলন ও তদন্ত করতে রংপুর থেকে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধরলা সেতুর দেড় কিলোমিটার দক্ষিণে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার একটি নির্জন বালু চরে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ওপর পুতে রাখা মানুষের ২ পা দেখতে পায়। এ সময় তাদের চিৎকারে শতশত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, বালুতে পুতে রাখা একটি অজ্ঞাত মরদেহের দুটি পা বালুর ওপরে দেখা যাচ্ছে, আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করবে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। মরদেহ উত্তোলনের পর তার পরিচয় শনাক্ত করা যাবে।
আরটিভি/এমকে