পিরোজপুর সদরে তারাবির নামাজ পড়িয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহাতাব হাওলাদার (৪২) নামে এক ইমাম নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাতাব হাওলাদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি সদর উপজেলার আদাজুরি বাজার মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষ করে মোটরসাইকেলে বাজার থেকে তার বাড়ি ফিরছিলেন মাহতাব। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা লেগে তিনি ছিটকে পরে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত নেওয়া হবে।
আরটিভি/এএএ