ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নামাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

আরটিভি নিউজ 

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০৯:৫৮ এএম


loading/img
ফাইল ছবি।

পিরোজপুর সদরে তারাবির নামাজ পড়িয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহাতাব হাওলাদার (৪২) নামে এক ইমাম নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মাহাতাব হাওলাদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি সদর উপজেলার আদাজুরি বাজার মসজিদের ইমাম ছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষ করে মোটরসাইকেলে বাজার থেকে তার বাড়ি ফিরছিলেন মাহতাব। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা লেগে তিনি ছিটকে পরে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর থানায় নিয়ে যায়।

‎এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত নেওয়া হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |