নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে অবস্থিত আস্থাফিডের উদ্যোগে প্রায় ১২০০ গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে আস্থাফিডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বাবু আস্থা ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে সাইফুল ইসলাম বাবু বলেন, প্রতিবছরের মতো এবারও চেষ্টা করেছি গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে। ইনশা আল্লাহ আগামীতে আরও বড় পরিসরে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত ঈদের সময় গরিব ও অসহায়দের সহযোগিতা করা। যাতে সমাজের অসহায় মানুষগুলো ঈদের সময় পরিবার নিয়ে আনন্দটুকু উদযাপন করতে পারে।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সোহেল শিকদার, বায়োজিদ ভূঁইয়া, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ভূঁইয়াসহ আস্থাফিডের কর্মকর্তা কর্মচারীরা।
আরটিভি/একে