ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শ্রীপুরে প্রতিবন্ধীদের মধ্যে বিএনপির ঈদ উপহার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০৮:০৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৌর বিএনপির উদ্যোগে দুইশ প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সমাজে যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন যারা দুর্দশায় আছেন, তাদের পাশে ঈদের আগে দাঁড়াতে পেরেছি এটা আমাদের একটা দায়িত্ব ছিল। সমাজের যে অংশের পাশে সবচেয়ে বেশি দাঁড়ানো প্রয়োজন, সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন সে অংশটা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের পাশে আমাদের শক্তভাবে দাঁড়ানো উচিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বড় বড় কথা বলি, তারা এবং আমরা সেই দায়িত্বটা পালন করি না। প্রতিবন্ধীরা যারা আছে তাদেরকে আমরা সমাজের বোঝা মনে করি, অবহেলা করি। এটা আমাদের ভুল। সঠিকভাবে যদি আমরা তাদের  যত্ন করতে পারতাম, পরিচর্যা করতে পারতাম তাহলে তাদের অবস্থা এতো খারাপ হতো না।

তিনি আরও বলেন, গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশের সম্পদ লুট করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকেই পঙ্গু করে ফেলেছে। গত ১৬ বছরের আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ধারাবাহিকতায় ৫ আগস্টের এই পরিবর্তন না আসতো তাহলে আজকে দেশ কোথায় থাকতো তাই চিন্তার বিষয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |