ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

দেশে আর কোন তামাশার নির্বাচন অনুষ্ঠিত হবে না: মোস্তাফিজুর রহমান 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০৪:২২ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, এ দেশে আর কোন তামাশার নির্বাচন অনুষ্ঠিত হবে না। দেশের জনগণ ২৪ এর নতুন বাংলাদেশে ভোট কেন্দ্রে গিয়ে হাতে ব্যালট পেপারে নিয়ে পছন্দের প্রার্থীকে এমপি, মেয়র ও চেয়ারম্যান নির্বাচিত করবেন এ দাবি দেশের সাধারণ মানুষের। এ দেশে শেখ হাসিনা মার্কা নির্বাচন বয়কট করেছে বলেই ফ্যাসিস্ট হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে জনতা। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মেলান্দহ পৌর বিএনপির উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিল পূর্বক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। 

মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং মির্জা আজমসহ আ.লীগ ও তাদের দুঃশাসনকে দেশের জনগণ লাল কার্ড দেখিয়ে বিদায় করেছে। বিদায়ের পরও এখনো বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। আমরা ভোট দিয়ে এমপি ও সরকার বানাতে চাই। বাংলাদেশের মানুষ দীর্ঘ দিন ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আমরা এ সরকারকে সমর্থন এবং সম্মান করি তাই তাদের কাছে দাবি রাখতে চায় অনতিবিলম্বে দেশে ভোটের পরিবেশ সৃষ্টি করুন।  

বিজ্ঞাপন

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করেছি। নির্যাতনের শিকার হয়েছি। ১৬ বছর এ ভোটের অধিকার সংগ্রামের আন্দোলনের নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পৌর বিএনপির সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ‍্যমল তালুকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম হাফিজ নাহিন। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক লতিফ আকন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে পৌর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ তৃনমূলের নেতাকর্মী সমর্থক ও বিপুলসংখ্যক নারী-পুরুষ এ ইফতারে অংশ গ্রহণ করেন।  

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |