ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৫:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা বর্ণালী টাওয়ার থেকে পড়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় এখনও জানাতে পারেনি তারা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে আত্মাহত্যা করে। পরে মরদেহ দেখতে তারা ভিড় জমান। তবে তরুণীকে কেউ চিনতে পারেনি।  

বিজ্ঞাপন

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, তরুণী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহত তরুণী কি কারণে এ ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |