নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মামুদ্দি গ্রামের শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন আব্দুল মোতালিব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মালয়েশিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া।
উপজেলা ওলায়ামা বিভাগের প্রধান মাওলানা ফৌরদীস রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন পরিষদের সহসভাপতি সাত্তার আর্মী, মামুদ্দি জামে মসজিদের সাবেক সভাপতি আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আবদুল মোতালিব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘রমজান সংযমের মাস। এ সময় যারা সামর্থ্যবান, তাদের উচিত অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো। আমরা চাই, এই সহযোগিতার মাধ্যমে তাদের ঈদ আনন্দময় হয়ে উঠুক। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, ‘ফাউন্ডেশনের এ উদ্যোগ অসংখ্য দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের কাজে এগিয়ে আসুক।’
আরটিভি/এফএ