ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক্টর চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের ২০০ গজ দূরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।
শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর।
স্থানীয়রা জানান, রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টর দিয়ে চালানো ট্রলি বোঝায় মাটি দিয়ে সাবদারপুরে দিকে যাচ্ছিলো চালক ভোলা মিয়া। সোয়াদী গ্রামের রেল গেটে পার হওয়ার সময় ট্রাক্টর বিকল হয়ে যায়। সেসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে মুচড়ে যায় বিকল হয়ে থাকা ট্রাক্টর আর ঘটনাস্থলেই মারা যান চালক ভোলা মিয়া। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।
আরটিভি/এমকে