ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদের বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না মাইদুলের

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৬:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ঈদের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ (৪২) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে লালপুর-ঈশ্বরদী সড়কের গৌরীপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাজমুল হক।

নিহত মাইদুল লালপুর উপজেলার চামটিয়া গ্রামের ইউনুস আলী প্রামাণিকের ছেলে এবং আহত সবুজ একই গ্রামের মহসিন আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাইদুল ইসলাম ঈদের ছুটিতে বাড়িতে এসে শুক্রবার বিকেলে প্রতিবেশী সবুজ আলীর সঙ্গে মোটরসাইকেলে উপজেলার আড়মবাড়িয়া বাজারে ঈদের কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে তারা সন্ধ্যার আগে বাড়ি ফেরার জন্য রওনা হয়। পথে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাইদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |