দেশের বিভিন্ন স্থানের মতো জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার পঞ্চপীর, বনগ্রাম, উচ্চ গ্রাম ও বলার দিয়ার দক্ষিণপাড়া গ্রামে ৪ শতাধিক নারী-পুরুষ এ নামাজ আদায় করেন।
এতে পৌরসভার বাউসী পঞ্চপীর গ্রামে আবুল কাশেম, বনগ্রাম উচ্চবিদ্যালয়ের পাশে মাহফুজুর রহমান, উচ্চগ্রাম দক্ষিণ পাড়া মসজিদের সামনে আব্দুর রাজ্জাক ও বলার দিয়ার দক্ষিণপাড়া গ্রামে মাওলানা আজিম উদ্দিন মাস্টার ইমামতি করেন।
প্রতিবছর পৌরসভার বলারদিয়ার, উচ্চগ্রাম, বনগ্রাম, করগ্রাম, মুলবাড়ি,সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা, চর লোটাবর এই ১৬টি গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও আজহার নামাজ আদায় করেন।
প্রায় দুই যুগ ধরে উপজেলার শত শত মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছেন। আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রোজা ঈদুল ফিতর ও আজহার নামাজ আদায় করে থাকেন।
সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত করতে সরিষাবাড়ী থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে