ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কক্সবাজারে কখন কোথায় ঈদের জামাত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৭:০৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টা ও সকাল ৯টায় পরপর দুটো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ (বর্তমানে মডেল জামে মসজিদ) এর খতিব মাওলানা মাহমুদুল হক। 

বিজ্ঞাপন

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কক্সবাজার মডেল জামে মসজিদের ইমাম ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান কাসেমী। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সভাপতিত্বে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা জানান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ২টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জামাতে ৮ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলে ত্রিপল লাগানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫টি গেট দিয়ে মুসল্লিরা প্রবেশ করতে পারবেন। ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ২ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজার পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ময়দানে মুসল্লিদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। অত্যাধিক তাপমাত্রার কথা চিন্তা করে প্যান্ডেলে ১১০টির বেশি ফ্যান লাগানো হয়েছে। তাছাড়া ১৫টি স্ট্যান্ড ফ্যান ও ১৫টি এয়ারকুলারের ব্যবস্থা করা হয়েছে। ৫টি গেইট থেকে মুসল্লিরা ময়দানে প্রবেশের সময় প্রত্যেককে আতর, ৫০০ মি.লি. মিনারেল পানি, খেজুর এবং টিস্যু উপহার দেওয়া হবে। ময়দানে মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে। শহরে ১৫টি ব্যানারসহ তোরণ নির্মাণ করা হয়েছে।

এ দিকে বায়তুশ জামে মসজিদ ৮টা ৪৫ মিনিটে, বড় বাজার জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, বাহারছড়া জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, টেকপাড়া জামে মসজিদ ৮টা ৪৫ মিনিটে, বদর মোকাম জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, তারাবনিয়ার ছরা জামে মসজিদ ৮টা ৪৫ মিনিটে, বইল্যা পাড়া জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, মাঝের ঘাট জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, বাহারছড়া শাহী জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, ঝাউতলা জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, সাগরপাড় জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, ঘোনার পাড়া জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, উত্তর টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |