ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নাটোর সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০১:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ঈদের দিন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

নিহত আব্দুল্লাহ (১৮) বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে। আব্দুল্লাহ পেশায় একজন রংমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে বাড়ি থেকে আবদুল্লাহ মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, বাড়ি থেকে নিকটবর্তী ঈদগাহ এলাকায় যেতেই আবদুল্লাহ নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |