ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নৈশপ্রহরীকে জিম্মি করে কারখানায় ডাকাতি

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০১:২৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তাকওয়া ফুড প্রোডাক্ট নামে ওই কারখানার ভেতরে থাকা মালামাল ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করেছেন বলে জানায় কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ওই কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

ঘটনার বর্ণনা দিয়ে তাকওয়া ফুড প্রোডাক্ট কারখানার ডিরেক্টর ওসমান মাহমুদ বলেন, ঈদের দিন রাত আড়াইটার দিকে কারখানার ভেতরে ৮ থেকে ১০ জন লোক প্রবেশ করে। এ সময় কারখানার ভেতরে থাকা নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার ভেতরে থাকা কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কারখানায় থাকা সাড়ে তিন লাখ টাকাও লুটে নেন ডাকাতরা। পরে আমি ধামরাই থানায় এসে ডাকাতির অভিযোগ করেছি।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |