ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গোমতী নদীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০২:৩৫ পিএম


loading/img

গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে গরুর জন্য ঘাস নিয়ে সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় আবু ইউসুফ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজের ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আবু ইউসুফের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এতবারপুর দক্ষিণপাড়া লাকি বাড়ি গ্রামের মৃত ছোরত আলীর ছেলে আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চড়ে যায়। দুই ভাই ঘাস কাঁটা শেষে বস্তায় ভরে নদী পার হওয়ার জন্য পানিতে নামে। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

বিজ্ঞাপন

WhatsApp_Image_2025-04-01_at_11.27.20_de900571

পরে চিৎকার করে স্থানীয় লোকজনকে একত্রিত করে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টায় নিখোঁজ হওয়া স্থানে আবু ইউসুফের মরদেহ ও ঘাসের বস্তা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনস্থলে যায়। সাড়ে ১১টায় নদী থেকে মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |