এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত এবারের ঈদ বাংলাদেশে মাইলফলক হয়ে থাকবে। দেশের মানুষ মন ভরে নিরাপত্তার সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছে। আনন্দ উপভোগ করেছে। ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল ভোগ করছে মানুষ। এ বিজয়ের ফলে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে এবারই প্রথম ঈদ উদযাপন করলো। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত। আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে একসঙ্গে মিলে নির্বাচনে কাজ করতে হবে।
মঙ্গলবার (২ এপ্রিল) কুমিল্লার নাঙ্গলকোটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ কাজী আশ্রাফ আহমেদ রিয়াজের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এনসিপি নেতা শিশির বলেন, হাজারও ছাত্র-জনতা রক্ত দিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। পুরাতন ঝঞ্ঝাট পেছনে ফেলে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতেই শহীদদের আত্মা শান্তি পাবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে এদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয়।
এ সময় এনসিপি নেতাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ কুমিল্লার ছাত্র নেতা নাঙ্গলকোট উপজেলার এনসিপির সংগঠক আরিফ হোসাইন, ছাত্র নেতা মীর মাহাদি, রাজু, রাকিব মিয়াজি, কবির হোসেন রুমন, জাহিদুল ইসলাম ফারাবী, রাকিব,ফারুকসহ শহীদের আত্মীয়স্বজনরা।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাজী আশ্রাফ আহমেদ রিয়াজ।
আরটিভি/এমকে