ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না: ফয়েজ আহম্মদ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০১:৫৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। 

ফয়েজ আহম্মদ বলেন, সরকার গঠনের পর পরপরই আমরা দেশি-বিদেশি গণমাধ্যমে এক ধরনের তথ্য-সন্ত্রাসের কবলে পড়ি। প্রচুর গুজবের ওপর ভিত্তি করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করছে।

বিজ্ঞাপন

ফয়েজ আহম্মদ বলেন, ভারত সংবাদ প্রকাশের নিয়ম-নীতি কোনো কিছুই মানেনি। তাদের সংবাদের মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আলহামদুল্লিাহ ইতোমধ্যে ভেস্তে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। 

তিনি বলেন, ভারতের গণমাধ্যমে নিয়মিত ফেইক নিউজ প্রচার হয়েছে, সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হয়েছে। ধীরে ধীরে সেই সংখ্যাটা কমেছে। এই সংখ্যাটা বিদেশি গণমাধ্যমে কমে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মফস্বলের সাংবাদিকরা। আপনাদের (মফস্বল সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড়ধরনের ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ভারতীয় সংবাদে স্থানীয় প্রশাসন, ভুক্তভোগীর কোনো বক্তব্য নেই। ঘটনা যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার নেই। কলকাতায় বসে তাদের ধর্মীয় ও সংগঠনের নেতার বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবাদ প্রকাশ করা হয়। গুজব সোশ্যাল মিডিয়ায় নানান ভাবে আসে। গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন লিটন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ। 

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |