ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন মিনিবাস যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (২ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি মনির হোসেন।
নিহত শিশু ইভা আক্তার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নে দেয়াবৈ গ্রামের কাজল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, পুরিন্দা থেকে নরসিংদী গামী মিনিবাসটি রাইনাদী এলাকায় পৌছলে নারায়ণগঞ্জগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত হয় মিনিবাসের চালকসক অন্তত ১০ জন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়া হয়।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরটিভি/এমকে