নরসিংদীর রায়পুরায় উপমহাদেশের প্রখ্যাত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক, তৃণমূল স্বাস্থ্যসেবার পথিকৃৎ, বহুমাত্রিক ব্যক্তিত্ব ও কিংবদন্তি রাজনীতিক, অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে বাহেরচর-বড়কান্দা গ্রামে তারই প্রতিষ্ঠিত অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্সের নতুন ভবনের হলরুমে এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের গুণীজনরা অংশগ্রহণ করেন।
জানা যায়, বহুমাত্রিক ও সর্বত্যাগী মহান সাধক অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার রায়পুরায় আলোকিত ও আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি জীবনদশায় চিরকুমার ছিলেন এবং ভুখা-ডাঙ্গা মানুষের সেবায় ব্রত ছিলেন। লোকচক্ষুর অন্তরালে নীরবে নিভৃতে অতন্দ্র প্রহরীর মতো তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ, রায়পুরায় সরকারি কলেজ, নারায়নপুর মহাবিদ্যালয়, চেতনা বিকাশ মহিলা কলেজ, বারৈচা এএনএম উচ্চ বিদ্যালয়, আর এম উচ্চ বিদ্যালয়, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়, চেতনা বিকাশ স্বাস্থ্যকেন্দ্র সহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যসহ ন্যাপ কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। ১৯৭০ এর নির্বাচন, ১৯৭৩ সালের সাধারণ নির্বাচন, ১৯৭৮ ও ১৯৯১ সালের জাতীয় সাংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
অনুষ্ঠানে অনেক অতিথি কৃষকনেতা অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে আবেগতাড়িত হয়ে যান।
এ সময় বক্তারা বলেন, খোন্দাকার স্যার সাদাসিধে রসিক মানুষ ছিলেন। বিচার ব্যবস্থা থেকে শুরু করে সততা, সহনশীলতা, দানশীলতা ও মানবিকতাসহ সকল কিছুতে তিনি মহান এবং উদার মানুষ ছিলেন।
অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সভাপতি শহিদুল হক সিকদারের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক কবি মহসিন খোন্দকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে এম হাবিব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউল্লাহ্, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মস্তুফা মিয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন খন্দকার মিতুল, ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বেনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল্লাহ খন্দকার, রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর অধ্যক্ষ ড. মো. শফিউল আজম কাঞ্চন, ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্সের দাতা সদস্য মো. গিয়াস উদ্দিন, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হকসহ প্রমুখ।
উল্লেখ্য, অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার ২০১২ সালে ১৯ মার্চ নরসিংদী সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আরটিভি/এমকে