ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাইভেটকার চালকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৩:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় এক প্রাইভেটকারের চালকের মৃত্যু হয়েছে। ওই চালকের নাম রেজাউল ইসলাম। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মক্কা-মদিনা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) ভোরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেজাউল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। তিনি শ্রীপুরের ২নং সিএন্ডবি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে প্রাইভেটকার চালাতেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ১ বছর ধরে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারির প্রাইভেটকার চালাতেন রেজাউল ইসলাম। গত রাতে ডিউটি শেষে হেঁটে বাড়ি ফেরার পথে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মক্কা-মদিনা কারখানার সামনে পৌঁছাতেই দ্রুত গতির অটোরিকশা ধাক্কা দেয় তাকে। 

এ সময় সড়কে ছিটকে পড়ে আহত হন রেজাউল। পরে অটোরিকশার চালক তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, রাতে অজ্ঞাতনামা একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছিল। ভোরে তার স্বজনরা খবর পেয়ে হাসপাতালে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, অটোরিকশা চাপায় মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |