নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের বাবা হত্যা মামলার আসামি শফিক মোড়লকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার টেপিরবাড়ী গ্রামের মাদবরবাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি শফিক মোড়ল। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রামে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাদবরবাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
আরটিভি/এমকে