বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত পটুয়াখালীর বাউফল উপজেলার কিশোর আশিকুর রহমান ওরফে হৃদয় (১৭) শুক্রবার মারা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের পক্ষ থেকে শহীদ আশিকুরের পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জৌতা অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আশিকুর উপজেলার পশ্চিম জৌতা গ্রামের অটোরিকশাচালক আনসার হাওলাদারের ছেলে। তার পরিবারের দাবি, আর্থিক অনটনের কারণে যথাযথ চিকিৎসা করাতে পারছিলেন না তারা।
কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ বাউফল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দল শহীদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। তারা শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদ ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব, বাউফল পৌর ছাত্রদলের সাবেক জুবায়ের আল মামুন পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাকির আহমেদ বলেন, শহীদ আশিকুর রহমান হৃদয় আমাদের প্রেরণা, আমাদের সাহস। তার আত্মত্যাগ ছাত্র সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় তার পরিবারের পাশে থাকবে—এটাই আমাদের অঙ্গীকার।
জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, ‘জুলাই ফাউন্ডেশন’ কথায় কথায় জুলাই আগস্ট আন্দোলনে আহত-নিহতের চিকিৎসা ও আর্থিক সুবিধার কথা বলে, অথচ ৫ আগস্ট আন্দোলনের পর আট মাসেও আহত হৃদয়ের পাশে তারা দাঁড়ায়নি। এর ফলে শহীদ হৃদয়ের যথাযথ চিকিৎসা সম্ভব হয়নি, এই ফাউন্ডেশন এখন প্রমাণ করেছে—তারা শুধু রাজনৈতিক শোডাউনের ও অর্থ আত্মসাতের হাতিয়ার। কিন্তু শহীদ হৃদয়ের মতো সাহসী সন্তানদের ভুলে যাওয়ার সুযোগ আমরা দিই না।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদ ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব, বাউফল পৌর ছাত্রদলের সাবেক জুবায়ের আল মামুন পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
আরটিভি/এএএ