ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে ভাঙচুর ও আগুন

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০২:০৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় জনতা সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিবের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দিয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রামের পদুয়া রাস্তার মাথা এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা আব্দুল আউয়াল সুমন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা বাদ আসর বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা মুজিবুল হকের বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, মুজিবুল হকের ভাতিজা আহসান উল্লাহর নেতৃত্বে শনিবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনির ওপর হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছেন পদুয়া বাজারে। এরপর স্থানীয় জনতা মুজিবুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ছাত্রশিবির বা জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নন।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে সন্ধ্যায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |