• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক রেলমন্ত্রী সুজন

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৮
সাবেক রেলমন্ত্রী
ফাইল ছবি

পাঁচ দিনের রিমান্ডে থাকা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢামেকে আনা হয়।

বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) সুজনের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা।

তিনি জানান, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় যাত্রাবাড়ী পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার চিকিৎসা চলছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গত ২২ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নূরুল ইসলাম সুজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রথমবার অংশগ্রহণ করেন। ওই সময় নির্বাচনে পরাজিত হন।

এরপর ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন নূরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালের নির্বাচনে দ্বিতীয় এবং ২০১৮ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমান্ডে অসুস্থ হয়ে ফের ঢামেকে শাহজাহান খান
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু