ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৪:২২ পিএম


loading/img
ছবি: আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন জানান, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা এইচডি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় চরবাবলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। এছাড়া মোটরসাইকেলে থাকা ১১ বছরের এক শিশু আহত হয়। শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। 

নিহত মোটরসাইকেল চালকের লাশ যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে এবং পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুর্ঘটনা হওয়ার ফলে মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বাস এবং মোটরসাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |