ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খুলনায় বাটা-কেএফসিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ১০:১৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

খুলনায় গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে বাটা এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

Capture2

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর শিববাড়ি মোড়ের বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |