ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের মানববন্ধন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৯:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ থেকে ৩৫ বছর ধরে পদোন্নতি বঞ্চিত বাংলাদেশ বন অধিদপ্তরের ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের নন্দনকাননস্থ ফরেস্ট হিলে সমবেত হয়ে পদোন্নতি বঞ্চনা ও বৈষম্য নিরসনের দাবি জানান তারা।

ফরেস্টার ও ফরেস্ট গার্ড পদোন্নতি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, বন বিভাগে ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যুগ যুগ ধরে তারা এই দায়িত্ব পালন করছেন। নিজেদের জীবন বাজি রেখে বনভূমি ও বন্যপ্রাণী রক্ষার দায়িত্ব পালনসহ নতুন বনায়ন সৃষ্টি এবং রাজস্ব আদায় করার কাজটি করে থাকেন তারা। দুর্গম এলাকায় অবস্থানসহ পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে দায়িত্ব পালন করতে হয় তাদের। এরপরও কর্তৃপক্ষ ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের তাদের প্রাপ্য অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে আসছেন। ২০ থেকে ৩৫ বছর পদোন্নতি না দিয়ে একই পদে দাবিয়ে রাখছেন কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

ফরেস্টার ও ফরেস্ট গার্ড পদোন্নতি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করার পরেও আমরা পদোন্নতি বঞ্চিত। এ কারণে চলতি বছরের গত ৬ মার্চ কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে আমাদের সমস্যা নিরসনের জন্য অনুরোধ জানাই। অন্যথায় আমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কঠোর আন্দোলনে যাব বলে ঘোষণা দেই। তবে, কর্তৃপক্ষ দাবি বাস্তবায়ন না করায়, আমরা মাঠের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

দাবি বাস্তবায়ন না হলে আবারো নতুন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৫ এপ্রিল সারা দেশের বন বিভাগ ও অঞ্চলে পদোন্নতি বিষয় ও নিরসন কল্পে মানববন্ধন কর্মসূচি পালন। ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল  দেশের বন বিভাগের নিয়ন্ত্রিত বনাঞ্চলের সব ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিভাগীয় কার্যালয়ে জমা প্রদান। ৪ মে থেকে ৮ মে পর্যন্ত সব ফরেস্টার ও ফরেস্ট গার্ড বিভাগীয় দপ্তর ও অঞ্চলে একটানা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন। ১৫ মে বন অধিদপ্তরের প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকা অবস্থান করে সব ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি।

মানববন্ধনে ফরেস্টার ও ফরেস্ট গার্ড পদোন্নতি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরোয়ার জাহান, সদস্য সচিব জসিম উদ্দিন, মোস্তফা কামাল, মোস্তফা জামাল, আরিফুল আলম, নাসিরুল আলম, সুলতান মাহমুদ টিটু, আসলাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |