ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

আরটিভি নিউজ 

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ১০:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট থেকে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে হরিণ শিকারের অভিযোগে মো. আরিফুল সরদার (২৪) নামে এক যুবককে আটক করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পশ্চিম সুন্দরবনের নলিয়ানের ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি কয়েকজন দুটি নৌকায় হরিণের মাংস ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আর ধাওয়া করে এক হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস ও আটক যুবককে বনবিভাগের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |