ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ট্রেনের হর্ন বাজালেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া লোকোমোটিভ মাস্টাররা।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ৩০ সেকেন্ড হর্ন বাজান আখাউড়া লোকোশেডে অবস্থানরত ইমার্জেন্সি দুইটি ইঞ্জিন। এর আগে মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান হর্ন বাজানোর বিষয়টি গণমাধ্যমকে জানান।
লোকোমোটিভ মাস্টাররা জানান, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা আজ বেলা ১১টায় ৩০ সেকেন্ড হর্ন বাজায়। সারা বাংলাদেশে যে লোকোমোটিভ (ট্রেনে, শেডে ও সান্টিংয়ে) একসঙ্গে ৩০ সেকেন্ড হর্ন বাজিয়েছে।
এ সময় আখাউড়া লোকোসেডের এ এল এম (সহকারী লোকোমেটিভ মাস্টার) মুশফিকুর রহমান চৌধুরী (বিপ্লব), এস আর মামুন, মো. বেলায়েত হোসেন, ফিটিংস স্টাফ মো. আশানুর, রুবেল হোসেন মানিক চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ