চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয় বুধবার রাত পৌনে নয়টায়। ছয় বছরের শিশুসন্তানকে নিয়ে ভৈরব স্টেশন থেকে ট্রেনের আরোহী হন এক নারী। পাঁচ মিনিট পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
হাতে ব্যাগ ও সন্তান নিয়ে ভিড় ঠেলে তখনও ওই নারী কামরার ভেতরে পৌঁছাতে পারেননি। আর প্ল্যাটফর্ম থেকে মাত্র প্রায় ১০০ গজ সামনে যেতেই ব্যাগটি ধরে এক ছিনতাইকারী দেয় টান। ফলে চলন্ত ট্রেন থেকে নারী ছিটকে লাইনের পাশে পড়ে গুরুতর আহত হন। মা ছিটকে পড়লেও শিশুটি তখন ট্রেনের ভেতরেই রয়ে যায়। আর ট্রেন চলে যায় ঢাকার গন্তব্যে।
স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারীর আনুমানিক বয়স ৪০ বছর।
আরও পড়ুন :
- সত্য কোনটি, তামিমার ‘তালাক নোটিশ’ নাকি ‘পাসপোর্ট’?
- ডাক্তার ছেলের বিরুদ্ধে অসহায় বৃদ্ধা মায়ের মামলা
- গ্রামে পুরুষ নেই, তবু হয় গর্ভবতী নারীরা!
এদিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশন পৌছালে শিশুটি বিমানবন্দর রেলওয়ে পুলিশ হেফাজতে নেয়। এসময় শিশুটি পুলিশকে জানায়, তার নাম মেরাজ। বাবা মিলন মিয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দুপুর গ্রামে। নিজের ও বাবার নাম বলতে পারলেও শিশুটি মায়ের নাম জানাতে পারেনি।
পি