ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০৯ জন উদ্ধার, গ্রেপ্তার ১২ 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১০:২২ এএম


loading/img

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের সময় ২০৯ ভিকটিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের পক্ষ থেকে করা মামলার বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান যে, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেরাদ্বীপের পূর্ব পাশে আটক করা হয়।

ওসি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে। মানবপাচারের শিকার হওয়াদের মধ্যে বাংলাদেশী পুরুষ ছিলেন ৪২ জন। আর বাকি ১৬৭ জন রোহিঙ্গা। তাদের মধ্যে পুরুষ-৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |