ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১১:৫৭ এএম


loading/img
ফাইল ছবি

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী।

বুধবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা হতে রাশেদকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

তাকে ঢাকায় গণহত্যা ও হত্যাচেষ্টার দুইটি মামলায় ও লালমনিরহাটের তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রাশেদ খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, লালমনিরহাট জেলা বিএনপি অফিস ভাংচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাংচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |