ঝালকাঠির নলছিটি উপজেলার ক্যাসিনো সম্রাট ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব।
বিজ্ঞাপন
শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের মিনিপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজান হাওলাদার উপজেলার নাচনমহল ইউনিয়নের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। মিজান দীর্ঘদিন ধরে ক্যাসিনোর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিআর মামলা নং ২০৫/২৩ (কাউনিয়া) এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মিজানের ১ বছরের সাজা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরটিভি/এএএ/এস