ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১০ বছর

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০১:৪৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

একটি মাদক মামলায় ছয় মাসের সাজা হয়েছিল সোহেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির। সেই সাজা এড়াতে দশ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল হাওলাদার নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার সহকারী উপপরির্দশক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী।

তিনি জানান, বরিশাল সদর উপজেলার ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেল হাওলাদার। সাজা এড়াতে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। আমরা অভিযান চালিয়ে নলছিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |