ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৬:২০ পিএম


loading/img
ছবি: আরটিভি

গভীর রাতে বাড়িতে দুই ভাইয়ের কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাকিব একই এলাকার মৃত এনায়েত হোসেন ছেলে।  

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। এলাকাতে সাকিবের তিনটি বিয়ে করেছে এবং তিনটি বৌ চলে যাই। ফলে ঘটনার দিন সাকিব পাশের এলাকায় আরেকটি বিয়ে করে আসলে বড় ভাইয়ের সঙ্গে বাদানুবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে দু ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে চিৎকার হই-হুল্লোড়ে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত হতে চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে পুনরায় দুভাইয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই ছোট ভাই ঘর থেকে দৌড়ে এসে ছোট একটি ছুরি বড় ভাইয়ে বুকে বসিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন থানায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম জানান, রাত ১টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে আসামি সাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আসামিকে নিয়ে সরেজমিনে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।  

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |