ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের এলাঙ্গীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৈতন্য পাল (৩৭) উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নিজের ভ্যানে কলা নিয়ে গ্রাম থেকে কোটচাঁদপুর যাচ্ছিলেন চৈতন্য পাল। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে যান তিনি এবং বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
আরটিভি/এএএ