সংঘর্ষে ২ জন নিহতের পর কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৬:৩৯ পিএম


সংঘর্ষে ২ জন নিহতের পর কালীগঞ্জে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে দুই ভাই নিহত হওয়ার ঘটনার পর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য আশরাফ হোসেনকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে ও ১ জুন জামাল ও কোলা ইউনিয়নে বিএনপির দুটি পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনুচ আলী ও মহব্বত আলী নামে আপন দুই ভাই নিহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission