ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বৈসাবির দ্বিতীয় দিনে পাহাড়ে চলছে পাজন রান্নাসহ অতিথি আপ্যায়ন

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ১২:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বৈসাবি উৎসবের দ্বিতীয় দিন আজ ১৩ এপ্রিল পাহাড়িদের ঘরে ঘরে চলছে ঐতিহ্যবাহী বিশেষ খাবার পাজন রান্নার আয়োজন। বৈসাবির ২য় দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাসায় আগত অতিথিদের পাজন ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা প্রহেলিকা ত্রিপুরা বাসসকে জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসাবির দ্বিতীয় দিনে আজ সকাল থেকেই পাহাড়িরা প্রায় ১২০-১৫০ প্রকার বিভিন্ন সবজি দিয়েই তাদের ঐতিহ্যবাহী পাজন খাবার রান্নার আয়োজন করে থাকে।

তবে কালের বিবর্তনে সব সবজি এখন পাওয়া না গেলেও যতটুকু পাওয়া যায় তাই দিয়েই চলে পাজন রান্নার আয়োজন।

বিজ্ঞাপন

তিনি বাসসকে আরও জানান, ঐতিহ্যবাহী পাজন রান্নার কাজে পরিবারের সবাই মিলে সকাল থেকেই এক সঙ্গে কাজ করে। পাজন রান্না শেষে পরিবারের সব সদস্যরা খাওয়ার পাশাপাশি বাসায় অতিথি আসলে পাজনসহ অন্যান্য খাবার দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। পাহাড়ি-বাঙালি সবার উপস্থিতিতে জমে উঠে বৈসাবির দ্বিতীয় দিনটিও।

বৈসাবিকে ঘিরে উৎসবের দ্বিতীয় দিনেও পাহাড়ে চলছে বাহারি আয়োজনসহ অতিথি আপ্যায়ন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ধারণা বছরের শেষ বা প্রথম দিনে এ পাজন খাবার খেলে বিভিন্ন প্রকারের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বৈসাবির ঐতিহ্যবাহী এ খাবার পাহাড়ি-বাঙালির সবার কাছেই খুবই প্রিয়। পাজন দিয়েই দিন ভর চলে অতিথি আপ্যায়ন। বৈসাবীর দ্বিতীয় দিনকে চাকমারা বলে মূল বিজু আর ত্রিপুরারা বলেন বিষিমা।

বিজ্ঞাপন

উৎসবের তৃতীয় দিন আগামীকাল ১৪ এপ্রিল চাকমা, ত্রিপুরারা গোজ্জাই পোজ্জা পালন করলেও ঐদিন মারমা সম্প্রদায় উদযাপন করে ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব।

১৬ এপ্রিল রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া স্কুল মাঠ এবং ১৯ এপ্রিল রাঙ্গামাটির স্টেডিয়ামে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানিখেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈসাবি উৎসব।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |